সেবা কাকে বলে।সেবা কি?

 সেবাঃ

যে সকল পণ্য অদৃশ্যমান কিন্তু যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে।অর্থাৎ যা স্পর্শ করা যায় না কিন্তু সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয় এমন কার্যাবলিকে সেবা বলে।

প্রামাণ্য সংজ্ঞাঃ

১।"Any activity or benefit that one-party can offer to another that is essentially intangible and does not result in the ownership of anything is called service."


____Philip Kotler.


অর্থাৎ, যে সকল অদৃশ্য বিষয় বা সুবিধা একজনের নিকট থেকে অন্যজনের নিকট দেয়া যেতে পারে তবে কোনো মালিকানা সৃষ্টি হয়না ঐ সকল সুবিধাকে সেবা বলে।

২।সেবা হচ্ছে অস্পর্শনীয় পণ্য যা ভোক্তার সুবিধা প্রদান করে এবং এটি প্রায় মানবিক ও যান্ত্রিক প্রচেষ্টার সাথে জড়িত। 

____Skinner. 

৩।আলাদাভাবে শনাক্তযোগ্য ও অস্পর্শ যে সকল কাজ অভাব পূরণ ও সন্তুষ্টি বিধান প্রদান করে যা সচারাচর অন্য কোনো পণ্যের সাথে সম্পৃক্ত নয় তাকে সেবা বলে।

____J. Stanton 


আরও পড়ুনঃ

পণ্য কাকে বলে

পণ্য ও সেবার পার্থক্য


উপর্যুক্ত আলোচনা ও সংজ্ঞা গুলো বিশ্লেষণ করে পাইঃ-

১।সেবা অস্পর্শনীয় অথচ শনাক্তযোগ্য।

২।মানুষের অভাব মেটাতে সক্ষম। 

৩।অভাব পূরণ ও সন্তুষ্টি বিধান করতে পারে। 

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?