পণ্য কাকে বলে।পণ্য কি
পণ্যঃ
ব্যবসায় প্রতিষ্ঠান যে সকল দৃশ্যমান বস্তু বিনিময়ের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করে তাকে পণ্য বলে।সাধারণত দ্রব্যসামগ্রীকে পণ্য হিসেবে গণ্য করা হয়। তবে বাজারজাতকরণে পণ্য শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
বাজারজাতকরণের দৃষ্টিকোণ থেকে যে সকল বস্তু মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে পণ্য বলে।
প্রামাণ্য সংজ্ঞাঃ
১।"Something that can satisfy the need and want of human is called product."
_____S.J. Skinner.
২।"পণ্য হলো ক্রেতাদের অধিকার ও মনোযোগ অর্জনের জন্য বাজারে প্রাপ্য একটি জিনিস যা ব্যবহার ও ভোগের মাধ্যমে ক্রেতা তার অভাব ও চাহিদা পূরণ করতে পারে।এটা বস্তুগত, সেবাগত,ব্যক্তি,স্থান, সংগঠন বা ধারণার একটি সমন্বয় হতে পারে।"
_____Philip Kotler.
উপর্যুক্ত আলোচনা ও সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে পাইঃ-
১।পণ্য দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে।
২।পণ্যের বিনিময় মূল্য রয়েছে।
৩।গ্রাহকের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম।
৪।প্রয়োগ বা অভাবের সন্তুষ্টি বিধান করতে পারে এমন যে কোনো কিছুই পণ্য।
Comments
Post a Comment