Posts

Showing posts from February, 2021

অংশীদারি ব্যবসায় কি। dainikbidda.blogpost

  অংশীদারি আইন, ১৯৩২ The Partnership Act,1932 ১।অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝায়? উঃ বাংলাদেশে প্রচলিত ১৯৩২সালের অংশীদারি আইন এর ৪ধারা অনুযায়ী,  সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যেকোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। ২।অংশীদারি কারবারের মূলভিত্তি কী? উঃ অংশীদারি কারবারের মূলভিত্তি হলো চুক্তি।  ৩।সাধারণ অংশীদারির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উঃ সর্বনিম্ন সদস্য সংখ্যা ২জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ২০জন। ৪।ব্যাংকিং অংশীদারির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?  উঃ সর্বনিম্ন সদস্য সংখ্যা ২জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন। ৫।অংশীদারগণের অধিকার ও দায় কিভাবে নির্ধারিত হয়? উঃ ১১(১) ধারা অনুযায়ী, অংশীদারগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে তাদের অধিকার ও দায় নির্ধারিত হয়।  ৬।অংশীদারি কারবারের লাভ-লোকসান কিভাবে বন্টিত হয়? উঃ অংশীদারি কারবারের লাভ-লোকসান  সকল অংশীদারই সমান অনুপাত ভোগ করবেন।[১৩(খ)ধারা]  ৭।কোনো অংশীদার ঋণ হিসেবে অর্থ প্রদানের জন্য ক...

কম্পিউটার বাস কি। কম্পিউটার বাস এর শ্রেণীবিভাগ। কম্পিউটার বাস এর বৈশিষ্ট্য

  কম্পিউটার বাস    কম্পিউটারে হার্ডওয়্যারগত যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের ধাতব বিদ্যুৎ পরিবাহী লাইন বা তারকে বলা হয় বাস।অর্থাৎ বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১বা ০ চলাচল করতে পারে। বাসের সাথে সংযোগকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ, ডিস্ক ড্রাইভ কন্ট্রোলার, মেমোরি, ইনপুট/ অউটপুট ডিভাইস ইত্যাদি।মেমোরি থেকে প্রসেসর,প্রসেসর থেকে মেমোরিতে,ইনপুট/আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশে বাসের মাধ্যমে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না। একটি বাসের ক্ষমতা বা প্রশস্থাতা নির্ভর করে ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে।১৬বিটের ডেটাবাস মানে হলো ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ১৬টি বিট চলাচল করতে পারে। বাসের প্রশস্থতা যত বেশি হবে কম্পিউটার ডেটা তত দ্রুত চলাচল করতে পারবে।আবার ৮বিটের ডেটাবাস ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ৮টি বিট চলাচল করতে পারে। অর্থাৎ একটি ৮বিট প্রসেসরের বাস সংগঠন ও কর্মক্ষমতা অবশ্যই একটি ১৬বিটের মাইক্রোপ্রসেসরের তুলনায় দুর্বল। তেমনি ১৬ বিটের প্রসেসর এর তুলনায় ৩২ বিটের প্রসেসর বাস সংগঠন ও কার্যক্ষমতা অনেক বেশি। কম্পিউটার বাসের  ব...

মোট দেশজ উৎপাদন বলতে কী বুঝায়? GDP

        মোট দেশজ উৎপাদন

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

  হস্তান্তর ব্যয় বলতে এক হাত থেকে অপর হাতে অর্থের (আয়ের) স্থানান্তর কে বুঝায়।চলতি উৎপাদনশীল কার্যক্রমের উপর কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির একটি ক্ষেত্র হতে অপর ক্ষেত্রে অর্থের (আয়ের) স্থানান্তর কে বলা হয় হস্তান্তর ব্যয় বা হস্তান্তর পাওনা। নিম্নে বিভিন্ন ধরনের হস্তান্তর পাওনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হলো ঃ- ১।সরকারি ঋণের জন্য প্রদত্ত সুদ: যুদ্ধকালীন ব্যয় নির্বাহের জন্য কিংবা যেকোনো জরুরি প্রয়োজনে সরকার যে ঋণ গ্রহণ করা তার জন্য প্রদত্ত সুদকে হস্তান্তর ব্যয় হিসেবে ধরা হয়। ২।বৈদেশিক উপহার ও অনুদান : জনগণ কোনো বিদেশিকে উপহার প্রদান করলে কিংবা বিদেশ থেকে সরকার কোনো অনুদান পেলে তা হস্তান্তর পাওনা হিসেবে চিহ্নিত হয়। ৩।আভ্যন্তরীণ হস্তান্তর : দেশের দুঃস্থ জনসাধারণকে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে দান বা সাহায্য প্রদান করে এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ইত্যাদি হস্তান্তর ব্যয় এর অন্তর্ভুক্ত।  ৪।ব্যবসা ক্ষেত্রে হস্তান্তর পাওনা: বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সময় ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে, কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণ ভাতা ও পুরস্কার প্রদান করে এগুলো হস্তান্তর ব্...