বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা ও উপকূল

 বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন 

Geographical Location and Area of Bangladesh


বাংলাদেশ ২০°৩৪ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃতি। কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সারে বাংলাদেশের প্রায় মধ্যভাগ (ঝিনাইদহ-কুমিল্লা জেলা) দিয়ে অতিক্রম করেছে। সুতরাং বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এদেশের আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিমি.। বাংলাদেশের অবস্থান আয়তনে বিশ্বে ৯০তম। এদেশের উত্তরে ভারতের আসাম, মেঘালয় ও পরিশ্চমবঙ্গ প্রদেশ অবস্থিত। পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মায়ানমার অবস্থিত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও মায়ানমার অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিমি. এবং মায়ানমারের সাথে ২৮০ কিমি, সীমান্ত রয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১৬ কিমি. এবং মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গকিমি. অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নীটক্যাল মাইল বা ৩৭০.৪০ কি.মি. এবং রাজনৈতিক আয়তন ১২ নটিক্যাল মাইল ।


বাংলাদেশের সীমানা ও উপকূল

 Boundary and Coast Line of Bangladesh


বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলের কিছু অংশ বাদ দিয়ে ভারত অবস্থিত । বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্যের পরিমাণ ৫,১৩৮ কিমি। এর মধ্যে স্থলসীমা ৪,৪২৭ কিমি. এবং সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১৬ কিমি. । ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা দূরত্ব ৪১৫৬ কিমি. এবং মায়ানমারের সাথে ২৮০ কিমি.। বাংলাদেশের মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গকিমি. ।


বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩২ টি। এর মধ্যে ভারত সীমান্তবর্তী জেলা ৩০ টি এবং মায়ানমার সীমান্তবর্তী জেলা ৩ টি। রাঙ্গামাটির সঙ্গে ভারত ও মায়ানমার উভয় দেশের সংযোগ আছে ।


বাংলাদেশের উত্তরে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিম বঙ্গ প্রদেশ। পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মায়ানমার অবস্থিত। পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ। আর দক্ষিণে বঙ্গোপসাগর ও মায়ানমার অবস্থিত। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীটি হল নাফনদী । বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত বাংলাদেশের ভারতীয় সীমানার পরেই আছে নেপাল, সিকিম ও ভুটান রাষ্ট্র এবং উত্তরে গনচীনের তিব্বত অঞ্চল । বাংলাদেশের দক্ষিণে বিস্তীর্ণ জলরাশি নিয়ে অবস্থিত বঙ্গোপসাগর মূলত ভারত মহাসাগরের উত্তর দিকের বিস্তৃত অংশ। বঙ্গোপসাগরের মোট আয়তন ২২ লক্ষ বর্গ কিমি. বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আছে পৃথিবীর বৃহত্তম টাইডাল বন বা ম্যানগ্রোভ বন সুন্দরবন। নৈসর্গিক লীলাভূমি এই সুন্দরবন বাংলাদেশের অর্থনীতির এক বিরাট অংশ জুড়ে বিস্তৃত ।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?