বিশ্বায়ন কি। বিশ্বায়ন এর সংজ্ঞা।বিশ্বায়ন কাকে বলে?what is globalization? বিশ্বায়ন এর কারণ
বিশ্বায়ন(Globalisation)
বর্তমান বিশ্ব ব্যবস্থার অন্যতম ধারণা হলো বিশ্বায়ন।বিশ্বায়ন এর ইংরেজি প্রতিশব্দ globalisation. এর glob শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৫১ সালে।Global শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৬৭৬ সালে।তবে পৃথিবীতে globalization শুরু হয় ষাটের দশকে।বিশ্বায়নের উপর প্রথম প্রবন্ধ রচনা করেন রোলান্ড রবার্টসন ১৯৮৫ সালে।করেনআর বর্তমানে globalisation শব্দটি বিশ্বজনীন বা সার্বজনীন।
বিশ্বায়ন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কিছু সংজ্ঞা প্রদান করা হলোঃ
১।❝বিশ্বায়ন হলো বিশ্বের সংকোচন এবং পরষ্পর নির্ভরশীলতা।❞
___Roland Robertson
২।❝বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ❞
___Anthony
৩।❝বিশ্বায়ন হলো একটি সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। ❞
_____Martin Albro
অতএব পরিশেষে বলা যায় যে, বিশ্বায়ন হলো বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়ন এর যুগের একটি প্রচলিত ও গ্রহণযোগ্য ধারণা। যা সারাবিশ্বজুড়ে একই ধরণের অর্থনৈতিক ব্যবস্থা এবং একই সাংস্কৃতিক নকশা তৈরি করে দিচ্ছে এব দুর্বল করে দিচ্ছে জাতি রাষ্ট্রকে এবং পশ্চিমারুপ ধারণ করছে সামাজিক প্রতিষ্ঠানগুলো। তাই বলা যায় Globalization হলো বিশ্বব্যাপী একটি Global Economy গড়ে তোলার লক্ষ্যে পুঁজিবাদের সর্বশেষ সংযোজন।
বিশ্বায়ন এর কারণঃ
১।উন্নত পরিবহন ও যোগাযোগ প্রযুক্তি
২।আর্থিক প্রতিষ্ঠান এর উপর বিধিনিষেধের শৈথিল্য
৩।আমদানিকৃত পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি
৪।আমদানি কোটা ও অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্য বাধা হ্রাস
৫।পারষ্পরিক নির্ভরশীলতা
৬।বহুজাতিক কোম্পানির উদ্ভব
৭।স্থানীয় চাহিদার স্বল্পতা
৮।সস্তা কাঁচামাল ও শ্রমের ব্যবহারের সুযোগ গ্রহণ
Comments
Post a Comment