মূল্য সংযোজন কর কাকে বলে? (মূসক) মূল্য সংযোজন করের সুবিধা ও অসুবিধা কি কি?ভ্যাট।VAT

মূল্য সংযোজন কর   কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা মূসক  বা Value Added Tax বা VAT বলে।

সূত্রঃ  

মূল্য সংযোজন কর=(উৎপাদন মূল্য ×কর হার) – (উপকরণ মূল্য ×করহার)

Value Added Tax (VAT) = (Output value ×rate) – (Input value ×rate)


মূল্য সংযোজন করের সুবিধাসমূহঃ 

ক)সরকারের দিক থেকে সুবিধাঃ

১।স্বচ্ছতা বৃদ্ধি 

২।জবাবদিহিতা বৃদ্ধি 

৩।উৎসাহ বৃদ্ধি 

৪।রাজস্ব বৃদ্ধি 

৫।উৎপাদন বৃদ্ধি 

৬।সুষম বন্টন 

৭।কর ফাঁকি রোধ

খ) করদাতার দিক থেকে সুবিধাঃ

১।পরোক্ষ কর

২।দায় এড়ানো 

৩।নিরপেক্ষতা 

৪।সরলতা 

৫।বাড়তি চাপহীনতা

৬।দ্বৈতকর পরিহার। 

ভ্যাটের কুফল বা অসুবিধাঃ

১।দ্রব্য ও সেবা মূল্য বৃদ্ধি 

২।ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি 

৩।ভোক্তাদের অসুবিধা 

৪।বই ও হিসাব সংরক্ষণ।

৫।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি 

৬।কর ফাঁকি

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে,ভ্যাট বা মূল্য সংযোজন করের যেমন সুবিধা বিদ্যমান, তেমন কিছু অসুবিধাও রয়েছে। 

Comments

Popular posts from this blog

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা