IMEI কি। আইএমইআই কি? IMEI চেক করার কোড
আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। মোবাইল এর একটা গুরুত্বপূর্ণ তথ্য IMEI এইটা সম্পর্কে আমরা অনেকে অবগত আবার অনেকেই শুনেছি কিন্তু এইটা শিউর কি জানি না।
IMEI এর মাধ্যমে প্রতিটি মোবাইলের তথ্যগুলো অন্যসব মোবাইল থেকে আলাদা করতে সহায়তা করেন। এইটার মাধ্যমে সহজেই মোবাইল বৈধ নাকি অবৈধ তা যাচাই করা যায়।
আর মোবাইল হারালে কোনো কারণে সেটার জন্য থানায় জিডি করতে গেলেই প্রথমে IMEI কোড চাইবে।কারণ ওই কোড ছাড়া আপনার মোবাইল কোন টা তা যাচাই করা কঠিন হয়ে যাবে।
আর প্রতিটি মোবাইলে ১৫ ডিজিটের কোড টা থাকে। দুইটা কোড থাকে। IMEI1 এবং IMEI2
মোবাইল কেনার সাথে সাথেই এই নাম্বার গুলো কোথাও লিখে রাখা ভালো।
★কিভাবে আপনার মোবাইল এর IMEI কোড দেখবেন?
উত্তরঃ *#06# এই কোড ডায়াল এর মাধ্যমে দেখে নিতে পারেন আপনার মোবাইল এর IMEI কোড।
Comments
Post a Comment