পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫২ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ঃ২। এখন পিতার বয়স কত? দৈনিক বিদ্যা- dainikbidda

 ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ :২

ধরা যাক, ৫ বছর আগে তাদের বয়স ছিল ৫x এবং ২x।

সুতরাং, ৫ বছর আগে তাদের বয়সের যোগফল ৫x + ২x = ৭x.

এখন পিতা ও পুত্রের বয়স যথাক্রমে (৫x+৫) এবং (২x+৫)।

এখন তাদের বয়সের যোগফল ৫x+৫ + ২x+৫ = ৭x + ১০

আমরা জানি, এখন তাদের বয়সের সমষ্টি ৫২ বছর।

সূতরাং,

৭x + ১০ = ৫২

৭x = ৫২-১০

৭x = ৪২

x = ৪২/৭

x = ৬

সুতরাং, এখন পিতার বয়স = (৫x+৫) = ৫*৬ + ৫ = ৩০ + ৫ = ৩৫

সুতরাং, এখন পিতার বয়স ৩৫ বছর।

Comments

Popular posts from this blog

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা