পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫২ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ঃ২। এখন পিতার বয়স কত? দৈনিক বিদ্যা- dainikbidda
৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ :২
ধরা যাক, ৫ বছর আগে তাদের বয়স ছিল ৫x এবং ২x।
সুতরাং, ৫ বছর আগে তাদের বয়সের যোগফল ৫x + ২x = ৭x.
এখন পিতা ও পুত্রের বয়স যথাক্রমে (৫x+৫) এবং (২x+৫)।
এখন তাদের বয়সের যোগফল ৫x+৫ + ২x+৫ = ৭x + ১০
আমরা জানি, এখন তাদের বয়সের সমষ্টি ৫২ বছর।
সূতরাং,
৭x + ১০ = ৫২
৭x = ৫২-১০
৭x = ৪২
x = ৪২/৭
x = ৬
সুতরাং, এখন পিতার বয়স = (৫x+৫) = ৫*৬ + ৫ = ৩০ + ৫ = ৩৫
সুতরাং, এখন পিতার বয়স ৩৫ বছর।
Comments
Post a Comment