হিসাববিজ্ঞান শর্ট প্রশ্ন পার্ট-১

 ১।হিসাববিজ্ঞান কাকে বলে?


উওর: আর্থিক লেনদেন সমূহের সার্বিক ফলাফল নির্ণয় ও বিবরণের সাহায্যে বিশ্লেষণ করা কে হিসাববিজ্ঞান বলে।


২।হিসাববিজ্ঞানের জনক কে?

উওর: লুকা প্যাসিওলি।


৩।তথ্য সরবরাহের ভাষা বলা হয় কাকে?

উত্তর: হিসাববিজ্ঞান কে।


৪।হিসাববিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি?

উওর: লেনদেন শনাক্তকরণ।


৫।আভিধানিক অর্থে  হিসাব বলতে কী বোঝায়?

উওর: গণনা করা।


৬।ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?

উওর: হিসাববিজ্ঞানকে।


৭।হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?

উওর: আর্থিক তথ্য সরবরাহ করে বিধায় হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়।


৮।হিসাববিজ্ঞানের প্রথম গ্রন্থের নাম কি?

উওর: সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রোপোরশনিয়েট প্রোপোরশনালিটা।





৯।হিসাববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

উওর: তিনটি।


১০।হিসাববিজ্ঞানের প্রধান তিনটি শাখা কী কী?

উত্তর:

১. আর্থিক হিসাব বিজ্ঞান

২. উৎপাদন হিসাব বিজ্ঞান

৩. ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান।


১১।আর্থিক হিসাববিজ্ঞান কি?

উত্তর: হিসাববিজ্ঞানের একটি শাখা। অর্থাৎ হিসাববিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক এবং আর্থিক তথ্যসমূহ বিনিয়োগকারী, পাওনাদার ও অন্যান্য বাহ্যিক পক্ষসমূহকে সরবরাহ করা হয় তাকে আর্থিক হিসাব বিজ্ঞান বলে।


১২।হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি?

উওর: আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া।


১৩।হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি?

উওর: প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লেনদেন সনাক্তকরণ ও লিপিবদ্ধ করণ।


১৪।দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায়?

উওর: প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ।


১৫।দুতরফা দাখিলা পদ্ধতির প্রণেতা বা জনক কে?

উওর: লুকা প্যাসিওলি।


১৬।দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় কত সালে?

উওর: ১৪৯৪ সালে।


১৭।হিসাববিজ্ঞানের তথ্য ব্যবস্থায় কয়টি পক্ষ জড়িত থাকে?

উত্তর: দুটি পক্ষ জড়িত থাকে। যথা: তথ্য প্রস্তুতকারী এবং তথ্যের ব্যবহারকারী।


১৮।হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয়জন?

উত্তর: ২ জন। যথা: অভ্যন্তরীণ ব্যবহারকারী ও বাহ্যিক ব্যবহারকারী।


১৯।হিসাববিজ্ঞানের নৈতিকতা বলতে কি বুঝায়?

উত্তর: হিসাববিজ্ঞানে নৈতিকতা হলো একটি মানদন্ড। যা হিসাববিজ্ঞানের কার্যাবলি সততা বা অসততা, ঠিক বা ভুল, স্বচ্ছতা বা অস্বচ্ছতা, বৈধ বা অবৈধ বিচার করে থাকে।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?