একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

 সমাধান: 


ধরি, বেঞ্চের সংখ্যা = x টি

প্রশ্নমতে, (x-3)4 = 3x+6

         =>  4x-12 = 3x+6

         =>  4x-3x = 6+12

         =>      x = 18

ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = 3x+6 = 3*18+6 = 60 জন

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?