সাম্প্রতিক প্রশ্নাবলী আগস্ট ২০২২।সাধারণ জ্ঞান ২০২২।আন্তর্জাতিক বিষয়াবলী ২০২২
--------------------------------------
সাম্প্রতিক প্রশ্নাবলী
--------------------------------------
বাংলাদেশ
========================
প্র: পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয় কবে?
উঃটি ২০ আগস্ট ২০২২ জাজিরা )
প্র: HSBC'র বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে?
উ: তানমি হক।
প্র: সম্প্রতি শ্বেতচন্দন গাছ উৎপাদনে প্রথমবারের মতো সাফল্য পায় কোন প্রতিষ্ঠান?
উঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।
প্র: গণিতবিদ ও উচ্চমাধ্যমিক জ্যামিতি ও ক্যালকুলাস বইয়ের লেখক অধ্যাপক এ এ কে এম লুৎফুজ্জামান মৃত্যুবরণ করেন কবে?obydur joy
উ: ৫ আগস্ট ২০১২।
প্রঃ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে একশ গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন কে?
উ: লিসা কালাম।
প্র: আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু গ্রন্থটি সম্পাদনা করেন কে?
উ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রঃ দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কতটি?
উ: ১০৮টি
প্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী,জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার কত?
উঃ১.২২%
প্র: জনতমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, পুরুষ ও মহিলার অনুপাত কত?
উঃ ৯৮ : ১০০
প্র: জনতামারি ও গৃহগণনা-2022 অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব কত?
উ: প্রতি বর্গকিলোমিটারে ১১১৯ জন।
আন্তর্জাতিক
===============
প্র: ১৫ আগস্ট ২০২২ ভারত কততম স্বাধীনতা দিবস পালন করে?
উঃ ৭৫ তম
প্র: ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখল নেওয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনার নাম কী?
উঃ জাপোনিকিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
প্র: ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন'র (IFC) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন কে?
উ: রুথ হরোউইজ
প্র: ১৫ আগস্ট রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের শুরু হওয়া প্রদর্শনীর নাম কী?
উঃ আর্মি- ২০২২
প্র: জাতিসংঘের বিশেষ দূত নোয়েলীন হেইজার প্রথমবারের মতো মিয়ানমার সফর করেন কবে?
উ: ১৬ আগস্ট ২০২২
প্রঃ ৯ আগস্ট ২০২২ ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের নাম কী?
উ: খৈয়াম।
প্র: পাকিস্তানের 'ওয়াখান করিডোর' আফগানিস্তানের তালেবানরা দখল করে কবে?
উ: ২৭ জুলাই ২০১২।
প্র: সম্প্রতি আবিষ্কার হওয়া সবচেয়ে বড় নিউট্রন স্টারের নাম কী?
উঃ PSR J0952-0607
প্র: প্রথমবারের মতো 'অ্যাসিসটেড সিপ্রোডাকশন টেকনোলজি পদ্ধতিতে স্ত্রী-পুরুষ ছাড়াই ভ্রূণ তৈরি করে কোন দেশের বিজ্ঞানীরা?Obydur Joy
উ: ইসরায়েলের উইজমান ইনস্টিটিউট অব সায়েন্স-এর বিজ্ঞানীরা
প্র: সম্প্রতি অস্ট্রেলিয়ার সংসদে প্রথম হিজাব নির্বাচিত হন কে?
উ: ফাতিমা পায়মান।
রিপোর্ট-জরিপ,
====================
প্র:CCA ফাউন্ডেশন'র প্রতিবেদন অনুযায়ী, সাইবার অপরাধের শিকার হওয়া ভুক্তভোগীদের মধ্যে সাইবার বুলিংয়ের শিকার হয়— ওবায়দুর জয়
উ: ৫০.২৭% ভূক্তভোগী।
প্র: দ্য ল্যানসেট-এর প্রতিবেদন অনুযায়ী, ফিস্টুলায় আক্রান্ত নারীর হার সবচেয়ে বেশি কোন বিভাগে? উঃ-বরিশাল ও ঢাকা বিভাগে।
প্র: দ্য ল্যানসেট'-এর প্রতিবেদন অনুযায়ী, ফিস্টুলায় আক্রন্ত নারীর হার সবচেয়ে কম কোন বিভাগে?
উঃ ময়মনসিংহ বিভাগে।
খেলাধুলা
======================
প্র: স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েন কে?
উ: গুস্তাভ ম্যাকিয়ান (ফ্রান্স)।
প্র: সম্প্রতি বাংলাদেশের কোন নারী ক্রিকেটার মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ নির্বাচন হন?
উ: ফাতেমা জোহরা।
প্র: ইংলিশ প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেন
উঃ. হ্যারি কেইন (ইংল্যান্ড স্ট্রাইকার)।
প্র: সাফ অনূর্ধ্ব- ২০-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উঃ ভারত (রানার্সআপ বাংলাদেশ)।
প্র: পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিতারা-ই-ইমতিয়াজ' পুরস্কারে ভূষিত হন কে?
ড: বাবর আজম।
প্রঃ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন কে?
উঃডোয়াইন ব্র্যান্ডো
★রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে-২৪ ফেব্রুয়ারি-২০২২।
★রাশিয়া ইউক্রেনের এক অধ্যায় লিখেছেন- শাবলু শাহাবউদ্দিন
★ ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
★ ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।
★ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
★ অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
★বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
★ হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
★ রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য।
★ ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
★ দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)
★ E-Sim=Embedded Subscriber Identity Module.
★ বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)
★ BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
★ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
★ বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
★ ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
★২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত
★ ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে
★ রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।
★ ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে
★ বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।
★ দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৫তম
★২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।
★ বর্তমানে মাথাপিছু আয়___২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP___২৪৬২ মার্কিন ডলার।
★ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়___জার্মানিতে।
★ দেশের তৈরি প্রথম রকেট__ধূমকেতু
Comments
Post a Comment