কীভাবে ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইন্ডেক্স করবো?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ।আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানব কীভাবে ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইন্ডেক্স করা যায়। শুরু করার আগে জেনে নেয়া যাক ইন্ডেক্স জিনিসটা কি?
আমরা যারা ব্লগে কন্টেন্ট লিখালিখি করি তারা প্রত্যেকেই চাই যাতে আমাদের ব্লগে ভিজিটর বাড়ুক। আমাদের উদ্দ্যেশ্য হলো পাঠক ধরে রাখা।এক্ষেত্রে ভালো মানের কন্টেন্ট লিখতে হবে যাতে ভিজিটররা আপনার কন্টেন্ট পড়ে আবার ভিজিট করতে আসে আপনার সাইটে। তো ভালো মানের কন্টেন্ট লিখলে গুগল নিজ থেকে ইন্ডেডেক্স করে দেয়।এক্ষেত্রে আমাদের উচিত ভালো মানের কন্টেন্ট লিখা।অবশ্যই অন্যদের চেয়ে ইউনিক আর্টিকেল লিখার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো গুগল যদি ইন্ডেক্স করে দেরি করে সেক্ষেত্রে কি করবেন?
সেজন্য আছে গুগল সার্চ কনসোল,যার মাধ্যমে আপনি মুহূর্তেই আপনার আর্টিকেল ইন্ডেক্স করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কীভাবে দ্রুত ইন্ডেক্স করবেন। নিচে স্কিনসটের মাধ্যমে দেখানো হলো ঃ
প্রথমে আপনি যেই পোস্ট টা ইন্ডেক্স করাতে চান সেটির লিংক কপি করে নিন। এরপর উপরের চিত্রের মতো ব্লগে ঢুকে ড্যাসবোর্ডে ক্লিক করে সেটিং এ গেলে নিচের দিকে দেখতে পাবেন Google Search Console নামে একটি লেখা। এখানে ক্লিক করলে নিচের চিত্রের মত ওপেন হবে।
এবার এখানে মার্ক করা ড্যাসবোর্ড এ ক্লিক করলে নিচের মতো অপশন আসবে কতগুলো।
এবার url inspection এ ক্লিক করলে নিচের চিত্রে মত সার্চবক্স দেখতে পাবেন।
এবার এই সার্চবক্সে আপনার কপি করা পোস্টের লিংকটি পেস্ট করে Inter key চাপুন।
দেখুন আপনার পোস্ট এর url গুগলে নাই অর্থাৎ আপনার পোস্ট টি গুগলে বিদ্যমান নেই। এখন আপনি এরো মার্ক করা request indexing এ ক্লিক করুন।
ইন্ডেক্সিং প্রসেসে আছে ১ থেকে ২ মিন সময় নিবে।এরপর নিচের চিত্রটি দেখতে পাবেন।
এবার Got It এ ক্লিক করলে ব্যাস ওকে হয়ে যাবে।
live test এ ক্লিক করে দেখতে পাবেন আপনার Url টি গুগলে এখন এভেলেবল।
আজকের মতো এখানেই শেষ করছি।আশা করি আপনারা উপকৃত হবেন।
নতুনরা এভাবে ব্লগের পোস্ট গুলো দ্রুত ইন্ডেক্স করে ভিজিটর বাড়াতে পারেন।ভিজিটর পাওয়ার জন্য ইন্ডেক্সিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বুঝতে পেরেছেন।
Comments
Post a Comment