জ্যামিতি ও পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্র , বৈশিষ্ট্য ও শর্টকাট টেকনিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
জ্যামিতি ও পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্র , বৈশিষ্ট্য ও শর্টকাট টেকনিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই নোট একবার পড়লে বিভিন্ন চাকরির পরীক্ষায় জ্যামিতির থেকে আসা সমস্ত জ্যামিতির ও পরিমিতির সূত্র এবং ছোট প্রশ্ন গুলির উত্তর অনায়াসেই করতে পারবেন। প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে পোষ্টটি শেয়ার করে সেইভ রাখুন অথবা বুকমার্ক করে রেখে দিন। ❐ রেখা ও কোণ ❐ বিন্দুঃ যার দৈঘ্য প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই শুধু মাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে। ❐ রেখাঃ বিন্দুর চলার পথকেই রেখা বলে। 📖 রেখার বৈশিষ্ট্যঃ ❐ ১) রেখার কোন প্রান্ত বিন্দু নেই। ❐ ২) রেখা উভয় দিকে সীমাহীন। ❐ রেখাংশঃ রেখার নির্দিষ্ট পরিমান অংশকে রেখাংশ বলে। 📖 রেখাংশের বৈশিষ্ট্যঃ ❐ ১) রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। ❐ ২) রেখাংশ উভয়দিকে সসীম। ❐ ৩) রেখাংশের দৈর্ঘ্য আছে। ❐ ৪) রেখাংশ এক মাত্রিক। ❐ ৫) রেখংশের প্রস্থ বা বেদ নেই। ❐ রাশিঃ যদি কোন রেখাংশের একপ্রন্ত স্থির রেখে অপর প্রান্ত যতদুর খুশি বর্ধিত করা যায় তাকে রাশি বলে। 📖 রাশির বৈশিষ্ট্যঃ- ❐ ১। রাশির প্রান্ত বিন্দু একটি। ❐ ২। ইহার একপ্রান্ত সসীম অপর প্রান্ত অসীম। কোনঃ ∽∽∽∽∽ ❐ কোনঃ দুইটি রেখ...